দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেনে মেহবুবা মুফতির গাড়ি। তবে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী
দুর্ঘটনায় মেহবুবার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ঠিক আছেন বলে জানিয়েছে তার দল ‘পিপল্স ডেমোক্র্যাটিক পার্টি’ (পিডিপি)।
দলের তরফে জানানো হয়েছে, মেহবুবা তার সাবেক লোকসভা নির্বাচন কেন্দ্র অনন্তনাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনার মুখে পড়ে তার গাড়ি।
মেহবুবার কন্যা ইলতিজা এক্সে (আগের নাম টুইটার) দুর্ঘটনার খবর জানিয়ে লিখেছেন, ‘মুফতি মেহবুবার গাড়ি আজ অনন্তনাগে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সৃষ্টিকর্তার দয়ায় তিনি এবং তার নিরাপত্তাকর্মীরা কোনো গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন।’
প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, মেহবুবার কালো রঙের এসইউভির চালকের দিকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        