উত্তর কোরিয়া সম্প্রতি নতুন পোস্টার প্রকাশ করেছে। এই পোস্টারে দেখা যাচ্ছে, একটি ভারী ট্যাংক মার্কিন ও দক্ষিণ কোরিয়ানদের পিষে হত্যা করছে। পোস্টারে জনগণকে তাদের (দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে) ‘ধ্বংস’ করার আহ্বান জানানো হয়েছে।
খবর অনুসারে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধের প্রস্তুতি এবং দক্ষিণ কোরিয়াকে তার দেশের ‘প্রধান শত্রু’ ঘোষণা করার যে বক্তব্য দিয়েছেন; তারপর এ ঘটনা ঘটলো।
প্রকাশিত পোস্টারে দক্ষিণ কোরিয়ানদের ওপর দিয়ে একটি বড় ট্যাংক গড়িয়ে পড়তে দেখা যায়, যাতে লেখা ছিল, ‘আসুন আমরা মার্কিন সাম্রাজ্যবাদী এবং কোরিয়া প্রজাতন্ত্রের গোত্রকে দয়া না দেখিয়ে ধ্বংস করি! পোস্টারে বেশ কয়েকটি যুদ্ধবিমান মাথার ওপর দিয়ে উড়তে দেখা যায়।
এই পোস্টার মূলত পূর্ববর্তী বছরগুলিতে তৈরি করা পোস্টারগুলিরই একটি প্রতিরূপ। উদাহরণস্বরূপ, একই ছবির ২০১৭ সালের সংস্করণে একই অবস্থানে একটি ট্যাঙ্ক দেখানো হয়েছিল। তবে ‘অর্থনৈতিক উন্নয়ন’ এবং ‘পারমাণবিক অস্ত্র উন্নয়ন’ শব্দগুলি ‘নিষেধাজ্ঞা’ এবং ‘চাপ’ শব্দগুলির নীচে ঢাকা পড়ে। সূত্র: এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল