হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে সিআইএ পরিচালক ইসরায়েল, মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
বিল বার্নস আগামী দিনে ইসরায়েলের মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া, মিশরীয় গোয়েন্দা পরিচালক আব্বাস কামেল এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে কথা বলবেন।
গাজায় যুদ্ধ বন্ধের সঙ্গে জিম্মিদের মুক্তির নতুন চুক্তির মাপকাঠি নিয়ে নিবিড় আলোচনার মধ্যেই এ ঘটনা ঘটতে যাচ্ছে।
ইউরোপে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত জানিয়েছে। সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বার্নসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, চলমান জিম্মি আলোচনা গুরুত্বের সঙ্গে চলছে।
আরেক শীর্ষ মার্কিন কর্মকর্তা, হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এই সপ্তাহে ওই অঞ্চলে রয়েছেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল