অবশেষে তুরস্কের কাছ এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ২ হাজার ৩০০ কোটি ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে।
একজন মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়া হলেও এখনো লেনদেনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুরস্কের পার্লামেন্ট সুইডেনের ন্যাটো সদস্যপদের আবেদন অনুমোদন করেছে। এর ফলে সুইডেনের এখন ন্যাটোর সদস্য হতে আর কোনো বাধা থাকল না।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত