২৯ জানুয়ারি, ২০২৪ ১২:০৫

মোসাদ ঘনিষ্ঠ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

অনলাইন ডেস্ক

মোসাদ ঘনিষ্ঠ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

প্রতীকী ছবি

ইরানের সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে দেওয়ার পর সোমবার ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্ট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

অভিযুক্তদের বিরুদ্ধে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবৈধভাবে ইরানি ভূখণ্ডে প্রবেশ করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সরঞ্জাম উৎপাদনকারী ইসফাহানভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

খবর অনুসারে, ২০২২ সালের গ্রীষ্মে ইসরায়েলের মোসাদের পক্ষ থেকে তাদের অভিযান চালানোর কথা ছিল। কিন্তু ইরানি গোয়েন্দারা তা প্রতিহত করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের শত্রু এবং বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে।

ইসরায়েল ইরানকে তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে, অন্যদিকে ইরান বলেছে- ইসরায়েল বেশ কয়েকটি ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ডের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর