গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে উপসাগরীয় রাষ্ট্রের আরও কিছু করা উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন ফিলিস্তিনি গোষ্ঠীটি আর্থিকভাবে দোহার উপর নির্ভরশীল।
নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, দোহা 'স্পষ্টভাবে নেতানিয়াহুর ফাঁকা অভিযোগ প্রত্যাখ্যান করে'।
মাজেদ আল-আনসারি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিবৃতি যেখানে তিনি (ইসরায়েলি) জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। এটি যুদ্ধকে বিলম্বিত ও দীর্ঘায়িত করার জন্য তার একটি নতুন প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আর কারণগুলো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজা পুনর্গঠনে কাতারের প্রচেষ্টা এবং গাজায় ফিলিস্তিনি জনগণকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফাঁকা অভিযোগ আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।
আল-আনসারি বলেন, তারা হামাসকে অর্থায়ন হিসাবে চিত্রিত করেছে অথচ ব্যক্তিগতভাবে নেতানিয়াহু আসল সত্য জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সাথে সম্পূর্ণ সমন্বয় করে তহবিল পরিচালিত হয়েছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল