গত ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমার সেনা বাহিনীর পাঁচটিসহ মোট ৯টি নৌযান দখলে নিয়েছে আরাকান আর্মি। এই সময় চারটি জাহাজও ধ্বংস করা হয়। খবর নারিঞ্জারা।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির ধারাবাহিক আক্রমণে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে পালিয়ে বেড়াচ্ছে জান্তা সেনারা।
গত ৭ ও ৮ ফেব্রুয়ারি কিউকতাও উপশহরের অধীনে আহ পাউক ওয়া গ্রামে জান্তার নৌবাহিনীর দুটি জাহাজ এবং একটি বার্জে আক্রমণ চালিয়ে ডুবিয়ে দেয় আরাকান আর্মি। এসময় কিছু গোলাবারুদও জব্ধ করে তারা।
একইভাবে গত ১২ ফেব্রুয়ারি মিনবিয়া টাউনশিপের পালে পাউক গ্রামে জান্তার আরেকটি জাহাজে দখলে নেয় আরাকান আর্মি।
বিডি প্রতিদিন/নাজমুল