গাজীপুরের টঙ্গীতে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকাল তিনটার দিকে টঙ্গীর বেক্সিমকো রোড এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। আগুনে কারখানার ভেতরে থাকা সুতা ও সুতা তৈরির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, ওই এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন মেসার্স আয়না এন্টারপ্রাইজ নামক সুতা তৈরি কারখানায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর পাঠায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল