২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৪৭

জিম্মিদের নিয়ে সিনওয়ার মিশরে চলে গেছেন, আশঙ্কা ইসরায়েলের

অনলাইন ডেস্ক

জিম্মিদের নিয়ে সিনওয়ার মিশরে চলে গেছেন, আশঙ্কা ইসরায়েলের

যুদ্ধ শুরুর পর সিনওয়ারকে পরিবারের সদস্যসহ একটি টানেল অতিক্রম করতে দেখা যায়

একজন নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলের কাছে তথ্য আছে,  ইয়াহিয়া সিনওয়ার তার ভাইসহ সম্প্রতি রাফাহ এবং মিশরীয় ভূখণ্ডের মধ্যবর্তী সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইসরায়েলের প্রধান উদ্বেগ হলো- তারা ইসরায়েলি বন্দীদের নিয়ে পালিয়ে গেছে। 

 মঙ্গলবার সৌদি সংবাদপত্র ইলাফ এই খবর প্রকাশ করেছে। খবর অনুসারে, একই নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে, ইসরায়েল সাম্প্রতিক বছরগুলিতে প্রায় দশটি বড় টানেলের উপর নজর রাখছে যা এই অঞ্চলে গাড়ি এবং ছোট ট্রাক ধারণ করতে পারে। ইরান ও লেবাননে প্রশিক্ষণের জন্য সিনাই উপদ্বীপ দিয়ে যোদ্ধাদের পাঠানো ছাড়াও হামাস এসব টানেল দিয়ে ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তিগত ডিভাইসসহ ইরানি অস্ত্র চোরাচালান করেছে বলে ইসরায়েল বিশ্বাস করে।

পত্রিকাটি ইসরায়েলি সেনাপ্রধানের (আইডিএফ) একজন মুখপাত্রের বক্তব্য জানতে চেয়েছিল। কিন্তু তিনি (আইডিএফ) অভিযোগ প্রত্যাখ্যান করেছে।।

এদিকে, গত সপ্তাহে সিনওয়ারের একজন প্রাক্তন সহযোগী যিনি বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দী জানিয়েছেন, ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘একটি কৌশলগত অভিযান বলে মনে করা হয়েছিল।

এই অঞ্চলে ইসরায়েলি অবরোধ অপসারণ, সিনওয়ারের সহযোগীদের কারাগার থেকে মুক্ত করা এবং তাকে ফিলিস্তিনি জনগণের নেতা হিসাবে পরিণত করার জন্য হামলা নকশা  করা হয়েছিল। 

তবে হামাস নেতা মনসুরের মতে, হামাসের হামলা পরিকল্পনা অনুসারে হয়নি এবং ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল ‘লাগামহীন’।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর