২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫৪

ইরানের সামরিক বহরে আত্মঘাতী ড্রোন

অনলাইন ডেস্ক

ইরানের সামরিক বহরে আত্মঘাতী ড্রোন

এবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের বহরে যুক্ত হয়েছে শাহেদ-১৩১ নামের বিশেষ আত্মঘাতী ড্রোন। এর সাথে তাদের হাতে এসেছে আবাবিল-৫ কম্ব্যাট ড্রোন।

২.৬ মিটার দৈর্ঘ্যের শাহেদ-১৩১ ড্রোনটির ওজন ১৩৫ কেজি। এটি ৯০০ কিলোমিটারের মধ্যে থাকা যেকোনো লক্ষ্যে নিখুঁত আঘাত হেনে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

ইরানের এইসব ড্রোন সমরক্ষেত্রে দেশটিকে বেশ এগিয়ে দিচ্ছে। তেহরানের দাবি মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী ও ইহুিদিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে দিনে দিনে পটু হয়ে উঠছে তাদের বাহিনী। আয়াতুল্লাহ আলি খামেনির দেশ বলছে, তাদের বানানো এসব মনুষ্য বিহীন আকাশযান নিঁখুতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম। 

শাহেদ-১৩১ ড্রোন ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তানে বিভিন্ন শত্রু গোষ্ঠীর বিপক্ষে অভিযানে এরইমধ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। আর আবাবিল নামের ড্রোনটি পুরোপুরিভাবে বানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছোটো ডানার এই ড্রোন ভারী ভারী অস্ত্র বহন করতে পারবে বলে দাবি ইরানের। এই ড্রোনটিতে আছে বিশেষ ধরনের ক্যামেরাও। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর