জাতিসংঘের বিশেষ দূত ও ওয়ার্কিং গ্রুপ গাজা সিটির কাছে আটার ব্যাগের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে একে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে।
গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ২৯ ফেব্রুয়ারি আটা সংগ্রহ করতে জড়ো হওয়া জনতার ওপর ইসরায়েলি সেনারা গুলি চালালে শতাধিক মানুষ নিহত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এক মাসেরও বেশি সময় ধরে গাজা সিটি ও উত্তর গাজায় মানবিক সহায়তা প্রত্যাখ্যান করে আসার পর এ হামলা চালানো হলো।
জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ দূত মাইকেল ফাখরিসহ জাতিসংঘের বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, গত ৮ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি জনগণকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে আসছে ইসরায়েল। এখন এটি মানবিক সহায়তা এবং মানবিক কনভয়ের সন্ধানকারী বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে।
তারা উল্লেখ করেছে, ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষের মধ্যে ট্রাক বা এয়ারড্রপ থেকে জরুরি প্রয়োজনীয় সরবরাহ পেতে জড়ো হওয়া গোষ্ঠীগুলিকে গুলি, গোলাবর্ষণ এবং লক্ষ্যবস্তু করার সাথে জড়িত ১৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল