প্রায় এক মাস ইরানে বন্দি থাকার পরে অবশেষে মুক্তি পেলেন পাঁচ ভারতীয় নাবিক। এই নাবিকরা ইরানের হাতে আটক ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি জাহাজে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৯ মে) ইরান থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তারা।
জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইম সংশ্লিষ্ট, যা ইসরায়েলি বিলিয়নিয়ার ইয়াল ওফার ও তার পরিবারের পরিচালিত জোডিয়াক গ্রুপের মালিকানাধীন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ভারতে যাওয়ার পথে গত ১৩ এপ্রিল ইরানের ইসলামিক রেভল্যুশনারিক গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এমএসসি এরিসের ৫ জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। তারা ইরান থেকে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার জন্য আমরা ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি জানিয়েছেন, জাহাজটিতে থাকা বাকি ভারতীয় ক্রুদের আটক করা হয়নি। তারা যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/বাজিত