ইসরায়েলি অবস্থানে ৬টি হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে, গোষ্ঠীটি বলেছে গত কয়েক ঘণ্টায় তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। রকেট ব্যবহার করে অধিকৃত শেবা ফার্মের একটি স্থাপনায় এটা তাদের সর্বশেষ আঘাত।
হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননের কাফারচৌবায়, আস-সুমাকা এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে এবং অন্য অস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে।
তারা জাল আল-আলামের ইসরায়েরি ‘গুপ্তচর সরঞ্জামে’ আঘাত হানারও খবর দিয়েছে এবং বলেছে, তাদের কামানের গোলা রামিয়াহ স্থাপনায় আঘাত হেনেছে।
গত অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর পরস্পরবিরোধী হামলা চলছে। এটা আরও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল