রাশিয়ার নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের একজন সেনাকে গ্রেফতার করেছে। ওই সেনাসদস্যের বিরুদ্ধে এক রুশ নারী অর্থ চুরির অভিযোগ তুলেছেন। এই নারী গ্রেফতারকৃত সেনার গার্লফ্রেন্ড বলে জানা গেছে।
ভ্লাদিভস্তোক আদালত জানিয়েছে, ওই সেনার নাম গরডন ব্ল্যাক। তাকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দি রাখার নির্দেশ দিয়েছে।
এদিকে খবরে বলা হয়েছে, গরডন ব্ল্যাক রাশিয়ায় গ্রেফতার হওয়ার আগে কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে থাকা তার ৬ বছরের কন্যাকে আকস্মিক ভিডিও কল করেন।
গর্ডন ব্লাকের যুক্তরাষ্ট্রে থাকা স্ত্রী জানিয়েছেন, ওই ভিডিও কলে তারা রাশিয়ান গার্লফ্রেন্ডের সঙ্গে ব্লাককে মারামারি করতে দেখেন। তার ভাষায়, চিল্লাচিল্লি খুব দ্রুতই সহিংসতায় রূপ নেয়। রুশ গার্লফ্রেন্ড তার মুখে আঁচড় দেয়। এরপর ওই রুশ নারী ছুরি বের করেন।
গরডন ব্লাকের স্ত্রী বলেন, তারপর সেই রুশ নারী তাকে (ব্লাককে) ছুরিকাঘাত করে। রয়টার্সের সঙ্গে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে মেগান ব্লাক (গরডনের স্ত্রী) বলেন , ‘তার মুখে রক্ত ছিল।’
এদিকে গর্ডনের মা জানিয়েছেন, রুশ গার্লফ্রেন্ডের সঙ্গে গরডনকে তিনি ঝগড়া করতে দেখেছেন। তা সত্ত্বেও গরডন রাশিয়ায় তার গার্লফ্রেন্ডের কাছে যান। তিনি বলেন, ‘আমি তাদের উভয়কে বলেছিলাম, তোমাদের একসঙ্গে থাকার প্রয়োজন নেই। কারণ, একসঙ্গে থাকলে তোমাদের কেউ না কেউ আঘাত পাবে। তোমরা ঝগড়া করো আর এটা ভালো জিনিস নয়।’
এদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের এক সেনাসদস্য রাশিয়ায় গ্রেফতার হওয়ার খবর জানতে পেরেছে। গ্রেফতার সেনাসদস্য দক্ষিণ কোরিয়ায় দায়িত্বরত ছিলেন। তাকে কনস্যুলার সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
খবর অনুসারে, রাশিয়ায় সেনা কর্মকর্তা গরডন ব্লাকের গ্রেফতার হওয়া যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি মাথাব্যথার কারণ। ইতোমধ্যে রাশিয়া ওয়াল স্ট্রিটের সাংবাদিক ইভান গার্শকোভিচ এবং সাবেক নৌ সেনা পল হুইলানসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইলধারী মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে। সূত্র : এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল