গোটা বিশ্বের সমালোচনা উপেক্ষা করেও ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ কারণে প্রাণে বাঁচতে ওই অঞ্চল থেকে সাড়ে চার লাখেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ এই তথ্য জানিয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইউএনআরডাব্লিউএ এক বিবৃতিতে জানায়- গত ৬ মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় সাড়ে চার লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও এক লাখ লোক পালিয়েছেন।
ইউএনআরডাব্লিউএ আরও জানায়, বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতিই আমাদের একমাত্র আশা।
উল্লেখ্য, গত বছরে ৭ অক্টোবর থেকে গাজা নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩৫ হাজার ১৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৭৯ হাজার ৬১ ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ