২৯ মে, ২০২৪ ১৮:৩০

হুথিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান: রিপোর্ট

অনলাইন ডেস্ক

হুথিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান: রিপোর্ট

ফাইল ছবি

গাজা যুদ্ধের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ‘গদর’ দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রটি আরও জানিয়েছে, ইরান হুথিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান।

ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে।

উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালীতে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: আল-জাজিরা, তাসনিম নিউজ, আরব নিউজ, রয়টার্স, আল আরাবিয়া

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর