৯ আগস্ট, ২০২৪ ১৮:০১

বাব আল-মান্দেব প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হুথি হামলা

অনলাইন ডেস্ক

বাব আল-মান্দেব প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হুথি হামলা

বাব আল-মান্দেব প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে তিনটি সন্দেহভাজন হুথি হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম হামলায় একটি রকেট চালিত গ্রেনেড ট্যাঙ্কারের কাছে বিস্ফোরিত হয়। শুক্রবারের দ্বিতীয় হামলায় একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারের কাছাকাছি বিস্ফোরিত হয়। 

হামলাগুলির মধ্যে সবচেয়ে বড় আক্রমণ ছিল একটি বোমাবোঝাই ড্রোন বোট, যা নিরাপত্তা কর্মীরা গুলি করে ধ্বংস করেন। 

এই ট্যাঙ্কারটি এথেন্স-ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন ছিল। হুথিরা এই হামলার দায় স্বীকার না করলেও, এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে তাদের হামলার ধরন এবং ইসরায়েল-হামাস যুদ্ধের সাথে সম্পর্কিত ঘটনার কারণে সন্দেহজনক।

হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার পর হুথিদের হামলা পুনরায় শুরু হয় । বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর