ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ হত্যার ঘটনাকে জাতিসংঘ সনদের "স্পষ্ট লঙ্ঘন" বলে নিন্দা করেছে। সেই সাথে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে যে, ইসরায়েল যথাসময়ে তার "মূর্খ" সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে। .
আইআরজিসির মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি রবিবার দেশটির কওম প্রদেশে জাতীয় সাংবাদিক দিবস উদযাপনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হামাস প্রধানের হত্যা "একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের উদাহরণ, যা রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করতে এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতিরোধ শক্তি কমানোর জন্য পরিচালনা করা হয়েছিল।"
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আরও উল্লেখ করেছেন, ইরানের প্রতিক্রিয়ার ভয় সমগ্র দখলকৃত অঞ্চলগুলিকে (ইসরায়েল) গ্রাস করেছে। ইসরায়েল মনে করে যে তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে তার পরাজয়ের ক্ষতিপূরণ করতে পারবে কিন্তু তার অস্তিত্ব এবং আত্মপরিচয় ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েল প্রতিরোধ ফ্রন্টের মনোবল দুর্বল করতে ব্যর্থ হয়েছে। এই হত্যাকাণ্ডের অন্যতম লক্ষ্য এটিই ছিল। তারা তাদের সামরিক উদ্দেশ্যও অর্জন করতে পারেনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার একদিন পর ৩১ জুলাই তেহরানে হানিয়াহ এবং তার একজন দেহরক্ষীকে হত্যা করা হয়েছিল।
হানিয়াহ হত্যাকাণ্ডের পর আইআরজিসি বলেছে, হানিয়াহ তেহরানে তার বাসভবনের বাইরে থেকে ছোড়া একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রেরে আঘাতে নিহত হয়েছেন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে "কঠোর জবাব" দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান অবশ্যই ফিলিস্তিনি প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ নেবে।
বিডি প্রতিদিন/নাজমুল