ভারতের রাজস্থান রাজ্যে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে অন্তত ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বিশেষ করে জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসা জেলাগুলোতে রাস্তা এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে।
জয়পুর ও আশেপাশের গ্রামীণ এলাকাগুলোতে পানি বৃদ্ধির কারণে বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, আবহাওয়া বিভাগ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের আরও কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে। জয়পুরের কানোটা বাঁধের পানিতে ডুবে পাঁচজন যুবক প্রাণ হারিয়েছেন। তাছাড়া, ভরতপুর জেলার কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাতটি শিশুর মৃত্যু হয়েছে। আরও বিভিন্ন স্থানে বন্যার পানি এবং বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে এ দুর্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল