যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্ককে বহুপ্রতীক্ষিত সাক্ষাৎকার দিয়েছেন। দুই ঘণ্টা ধরে এই সাক্ষাৎকার হয়েছে। সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, তার রানিং মেট টিম ওয়ালজ, ক্যাপিটাল হিলে হামলা, ট্রাম্পের ওপর হামলা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার নেতাদের প্রশংসা করেছেন। তারা বর্তমানে তাদের সর্বোচ্চ দক্ষতায় আছেন এবং যুক্তরাষ্ট্রের এমন একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, এমন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি তাদের মোকাবিলা করতে পারেন।
ইলন মাস্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পুতিন, শি জিনপিং, কিম জং উন তাদের সেরা অবস্থানে আছেন।’ তিনি বলেন, এই নেতারা প্রায়ই স্বৈরাচারী হিসেবে পরিচিত। তারা তাদের দেশকে ভালোবাসেন, তবে সেটি একটি ভিন্ন রকমের ভালোবাসা। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, বাইডেনের কারণে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি পুতিনের সঙ্গে খুব ভালোভাবে মিশেছি এবং তিনি আমাকে সম্মান করেছেন। আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতাম। এটি ছিল তার চোখের মণি। তবে আমি তাকে বলেছিলাম এটি করবেন না।’
এই সাক্ষাৎকারটি ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার) এ সম্প্রচারিত হয়। যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে শুরু হয়। মাস্ক দাবি করেন, এটি একটি সাইবার আক্রমণের কারণে হয়েছে, যেখানে সার্ভার বা নেটওয়ার্ককে অকার্যকর করার চেষ্টা করা হয়েছিল।
এই সাক্ষাৎকারটি ট্রাম্পের পতনশীল প্রচার অভিযানকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। এলন মাস্ক অতীতে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এইবার তিনি ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল