বাংলাদেশের প্রগতির যাত্রায় ভারত সহযোগী হিসেবে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ কথা বলেন।
নরেন্দ্র মোদি বলেন, আমরা মানবতার কল্যাণে ব্রতী। এই কারণেই বাংলাদেশের সঙ্গে থাকব।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হওয়ার পর মোদি এই প্রথম প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন।
তিনি দীর্ঘ ভাষণে বলেন, বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী হওয়ায় সেখানকার সাম্প্রতিক ঘটনাবলীতে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।
মোদি বলেন, আমি আশা করি দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতের ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষা সেদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে।
তিনি আরও বলেন, ভারতের একমাত্র প্রত্যাশা প্রতিবেশীরা সহিষ্ণুতা ও শান্তির পথে চলবে। আগামী দিনে আমাদের প্রার্থনা বাংলাদেশ প্রগতির পথে চলবে। আমাদের ইতিবাচক চিন্তায় সেই প্রগতির পথে ভারত সহযাত্রী হবে।
বিডি প্রতিদিন/একেএ