ইতালির সিসিলি উপকূলে নিজের বিলাসবহুল প্রমোদ তরী ডুবে মেয়েসহ এক ব্রিটিশ ধনকুবের নিখোঁজ হয়েছেন। তিনি প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ। দুর্ঘটনায় তার ১৮ বছর বয়সী মেয়ে হান্নাসহ নিখোঁজ রয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রমোদ তরীতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন। দুর্ঘটনার পর একটি মরদেহসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে যাত্রীর সংখ্যা ১২। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্ট গার্ড।
ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বেইসিয়ান নামের ১৮৪ ফুট দৈর্ঘের তরীটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির ২৩৬ ফুট উচ্চতার অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে অর্ধেক হয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার একপর্যায়ে তরীটি ডুবে যায়।
বিডি-প্রতিদিন/শফিক