এবার বন্যায় বিপর্যস্ত সংঘাত-বিধ্বস্ত মিয়ানমার। আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চল প্লাবিত ও প্রায় আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি সাহায্যের আহ্বান জানিয়েছে জান্তা সরকার।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মিয়ানমারের বিভিন্ন অঞ্চল। ভয়াবহ এই বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এছাড়া ৫৯ হাজার ৪১৩টি পরিবারের ২ লাখ ৩৬ হাজার ৬৪৯ জন বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবর অনুসারে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং শুক্রবার ১৩ সেপ্টেম্বর এক বৈঠকে সরকারি কর্মকর্তাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পেতে বিদেশি দেশগুলোর সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।
জান্তার মুখমাত্র জাও মিন তুন এক অডিও বিবৃতিতে বলেছেন, কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রবিবার পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। মধ্য মান্দালয় অঞ্চলে একটি স্বর্ণের খনি এলাকায় কয়েক ডজন অভিবাসী শ্রমিক ভূমিধসের পর নিখোঁজ হওয়ার খবর কর্তৃপক্ষ তদন্ত করছে।
জান্তা সরকারের বিরুদ্ধে এর আগে বিদেশ থেকে আসা মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। গত বছর দেশটির পশ্চিমে আঘাত হানা একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টাকারী সহায়তা গোষ্ঠীগুলোর ভ্রমণ অনুমোদন স্থগিত করেছিল জান্তা সরকার। জাতিসংঘ এই সিদ্ধান্তকে ‘অকল্পনীয়’ বলে নিন্দা জানিয়েছিল। সূত্র: দ্য স্টার
বিডি প্রতিদিন/একেএ