পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে লেবাননের জনগণ।
বিবিসি আরবি- এর কর্মীরা দেশজুড়ে দুই দিন ধরে ভয়াবহ বিস্ফোরণের পর লেবাননের মানুষের সঙ্গে কথা বলছেন।
এক নারী বলেছেন, “আমরা যা দেখেছি তা একটি গণহত্যা। তরুণরা তাদের হাতে, কোমরে এবং চোখে আঘাত নিয়ে রাস্তায় হাঁটছে ... তারা কিছুই দেখতে পারছে না। একটি আতঙ্কের অবস্থা মানুষকে এমনভাবে অভিভূত করেছে যে, তারা একে অপরের পাশে হাঁটতে ভয় পাচ্ছে... এবং সত্যি বলতে, এই পরিস্থিতি খুবই ভয়ঙ্কর।”দক্ষিণ লেবাননের একজন ব্যক্তি বলেছেন, “আমাদের উদ্বেগ এবং ভয় লুকাতে পারছি না, বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্কদের জন্য।”
আরেক নারী বলেন, “বিভ্রান্তি, অস্বস্তি এবং উদ্বেগের অবস্থা পুরো লেবাননে আধিপত্য বিস্তার করছে।”
মঙ্গলবার লেবাননজুড়ে হিজবুল্লাহ যোদ্ধাদের যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১২ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। পরের দিন বুধবার হিজবুল্লাহর ব্যবহৃত শত শত ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে ২০ জন এবং আহত হয়েছে চার শতাধিক মানুষ। উভয় ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ