বাজেটে বেশ বড় ধরনের সুখবরই দিচ্ছে লেবার পার্টি সরকার। সরকার গঠনের পর লেবার পার্টি প্রথম শরৎকালীন বাজেট ঘোষণা দিতে যাচ্ছে বুধবার। এই বাজেটে বাড়ানো হচ্ছে ন্যূনতম মজুরি। যাদের বয়স ২১ বছরের বেশি তারা প্রতি ঘণ্টায় ইনকাম করবেন কমপক্ষে ১২ পাউন্ড ২১ পেন্স।
অর্থমন্ত্রী রেচেল রিভস বলেন, লেবার পার্টি নির্বাচনী ওয়াদা করেছিলো মানুষের জন্য সামন্জস্য পূর্ন একটি লিভিং ওয়েজ বা বেতন কাঠামো আনবে। প্রথম বাজেটেই তারা সেটা করছেন, মানুষ তাদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবেন।
তিনি আরো বলেন, যাদের বয়স ১৮-২০ তাঁরাও তাদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবেন। নতুন বেতন কাঠামো আগামী এপ্রিলে বাস্তবায়ন হবে। এদিকে নতুন ঘোষণায় অন্তত ৩০ লাখ মানুষ উপকৃত হবে। বর্তমানে ব্রিটেনে লিভিং ওয়েজ বা বেতন হচ্ছে ১১ পাউন্ড ৪৪ পেন্স। ঘণ্টায় যা ৬.৭ শতাংশ বেড়ে গিয়ে ১২ পাউন্ড ২১ পেন্স হবে। যাদের বয়স ১৮-২০ তাদের বেতন ঘণ্টায় ১০ পাউন্ড হবে। যা বর্তমানে আছে ৮ পাউন্ড ৬০ পেন্স।
এদিকে ট্রেজারী বলছে, ব্রিটেনের ইতিহাসে ২১ বছর বয়সীদের বেতন বাড়ার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় পদক্ষেপ। এতে একজন ওয়ার্কার বর্তমান বেতনের চেয়ে বছরে ১৪০০ পাউন্ড বেশী আয় করবে। বুধবার চ্যান্সেলর র্যাচেল রিভস এই বাজেট ঘোষণা করবেন। সরকার সংশ্লিষ্টরা বলছেন এবারের বাজেটে ট্যাক্স বাড়ানোসহ ব্যয় কাট করা হবে। এতে সরকার প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড আয় কিংবা সাশ্রয় করতে পারবে।
বিডি প্রতিদিন/হিমেল