মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের (সুইং স্টেট) ব্যাপক ভূমিকা । এই রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই রাজ্যগুলোর মধ্যে প্রথম নর্থ ক্যারোলাইনার ফল ঘোষণা করা হয়েছে। সেখানে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এভাবে প্রেসিডেন্ট নির্বাচনের পথে অনেকটা এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, এখন যে পরিস্থিতি তাতে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজের ৩০১টি ভোট পেতে পারেন। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেতে পারেন ২৩৭টি ভোট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে নিউইয়র্ক টাইমস লাইভে এ কথা জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল