আফ্রিকার মধ্য কঙ্গোর ফিমি নদীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়াও ডজনখানেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এটি রাজধানী কিনশাসার উত্তর-পূর্বে ইনোঙ্গো শহর থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রার কয়েকশো মিটার পথ অতিক্রম করার পর ফিমি নদীতে এটি উল্টে যায়।ঘটনার কয়েক ঘণ্টা পরেও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলতে থাকে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইনোঙ্গোর নৌ কমিশনার ডেভিড কালেম্বা বলেন, নৌকার ছাদের অংশে অতিরিক্ত ওজন ছিল। এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
চলতি বছরে মাই-এনডম্ব প্রদেশে এটি চতুর্থ বড় নৌকাডুবির ঘটনা। নদীবেষ্টিত আফ্রিকার এই অঞ্চলে মানুষের যাতায়াতের জন্য নৌপরিবহনই প্রধান মাধ্যম। কারণ প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের অনেকের পক্ষে সড়কপথে ভ্রমণের খরচ বহন করা সম্ভব নয়।
কঙ্গোর কর্মকর্তারা বারবার অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং যারা এই নিরাপত্তা বিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম