গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উপত্যকাটিতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, সোমবার দখলদার সেনাবাহিনী স্কুল, বাড়ি ও মানুষের জমায়েত লক্ষ্য করে হামলা চালায়।
ইসরায়েলি বিমান হামলার গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি বাড়িতে আঘাত হানে। এতে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
মুখপাত্র আরও বলেন, গাজা শহরের আল-মামাল রাস্তায় ইসরায়েলি বোমা হামলায় সাতজন এবং আল-দাররাজ পাড়ার সালাহ উদ্দিন আল-আইয়ুবি স্কুলে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
বাসাল বলেছেন,আহতদের ভর্তি করার জন্য হাসপাতালগুলোতে কোনও জায়গা নেই।
তিনি উত্তর গাজার জাবালিয়া শহর, পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে খান ইউনিস এবং রাফাহ শহরে মারাত্মক ইসরায়েলি হামলার কথাও জানিয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে আবু কাইনাসের পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল