মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি বিশ্ববাজারে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করেছে। স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে, আর তাতে আতঙ্কিত ব্যবসায়ীরা যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্ট থেকে স্বর্ণ তুলে নিচ্ছেন হুড়োহুড়ি করে। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, উত্তোলনের ভিড় এতটাই বেশি যে অনেককেই এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে!
যুক্তরাজ্যের স্বর্ণ আমেরিকায় পাচার হচ্ছে?
ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ডেভ রামসডেন ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে লন্ডনের তুলনায় স্বর্ণের দাম বেশি। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা লন্ডনে সংরক্ষিত স্বর্ণ দ্রুত আমেরিকায় পাচার করতে চাইছেন। কারণ ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতি সোনার আমদানি ব্যয়বহুল করতে পারে। ফলে আগেভাগেই ব্যবসায়ীরা লাভের স্বার্থে লন্ডনের ভল্ট খালি করার পরিকল্পনায় নেমে পড়েছেন।
ব্যাংক অব ইংল্যান্ডে বিপদজনক অবস্থা!
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ সংরক্ষণাগার হিসেবে পরিচিত ব্যাংক অব ইংল্যান্ডে প্রায় চার লাখ স্বর্ণের বার মজুত থাকলেও সাম্প্রতিক সময়ে সেই পরিমাণ প্রায় ২% কমে গেছে। ব্যাংকের কর্মকর্তারা জানাচ্ছেন, স্বর্ণ পরিবহনের অনুমতি পাওয়া ব্যক্তিরা নির্ধারিত সময়ে উত্তোলন করতে পারছেন, কিন্তু নতুন আবেদনের সংখ্যা এতটাই বেশি যে বর্তমানে সব স্লট বুক হয়ে গেছে!
ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে আগুন
জার্মান ব্যাংকের বিশ্লেষক কার্সটেন ফ্রিটশ বলেন, যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম অন্যান্য বাজারের তুলনায় বেশি হওয়ার মূল কারণ ট্রাম্পের শুল্ক হুমকি। এর ফলেই গত অক্টোবরের পর থেকে মার্কিন কমোডিটি এক্সচেঞ্জে স্বর্ণের মজুত প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁকের কারণে স্বর্ণের চাহিদা আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: সিএনএন