২০২২ সালে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের গাড়ি দুর্ঘটনার পর তার জীবন বাঁচিয়েছিলেন ২৫ বছর বয়সী রজত কুমার। এবার সেই রজত নিজের প্রেমিকাসহ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটি ঘটে ৯ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার বুছা বস্তি গ্রামে।
রজত কুমার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের এই যুবকের সঙ্গে তারই এলাকার এক তরুণী মনু কাশ্যপের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি দু’জনেরই পরিবার। জাতিগত সমস্যা রজত এবং মনুর বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল।
ফলে দু’জনের পরিবারই তাদের বিয়েতে সম্মতি দিতে রাজি হয়নি। রজত এবং মনুর বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু হয়, যা তাদের দু’জনের কেউই মেনে নিতে পারছিলেন না।
স্থানীয় সূত্রে খবর, দু’জনেরই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই তারা একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বাড়ি থেকে বেরিয়ে দু’জনে এক নির্জন জায়গায় দেখা করেন। সেখানেই একসঙ্গে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার সময় মনুর মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রজত।
২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি চালিয়ে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন পান্ত। দুর্ঘটনার পরই পান্তের গাড়িতে আগুন ধরে গিয়েছিল। ঠিক তখনই ত্রাতার মতো সেখানে হাজির হয়েছিলেন রজত কুমার এবং নিশু কুমার নামে দুই যুবক। গাড়ির কাচ ভেঙে পান্তকে বের করে হাসপাতালে নিয়ে যান। সময়মতো পান্তকে উদ্ধার না করলে তার জীবন সংশয় হতো বলে জানিয়েছিলেন পান্ত। হাসপাতালে ভর্তি থাকাকালীন পান্তকে দেখতেও গিয়েছিলেন রজত এবং নিশু। জীবন বাঁচানোর জন্য দুই যুবককে পুরস্কারও দিয়েছিলেন পান্ত। রজত এবং নিশুকে দু’টি স্কুটার উপহার দেন ভারতীয় ক্রিকেটার।
বিডি প্রতিদিন/নাজমুল