শ্রীলঙ্কার পুলিশ বৃহস্পতিবার তাদের পলাতক প্রধানকে খুঁজে বের করার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছে। একজন অফিসারের মৃত্যুর ঘটনায় লঙ্কান পুলিশ প্রধানকে অভিযুক্ত করে আদালত গ্রেফতার আদেশ দেয় পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
লঙ্কা পুলিশের মুখপাত্র বুদ্ধিকা মানাতুঙ্গা বলেছেন, তারা বেশ কয়েকটি বিশেষ ইউনিট মোতায়েন করার পরেও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দেশবান্দু টেন্নাকুনকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন।
মানাতুঙ্গা কলম্বোতে সাংবাদিকদের বলেন, আমরা জনসাধারণকে তার অবস্থান সম্পর্কে যেকোনো তথ্য প্রদানের জন্য অনুরোধ করছি। তিনি বলেছেন, আমরা আরও সতর্ক করে দিচ্ছি যে আইজিপিকে আশ্রয় দেওয়ার যে কেউ বিচারে বাধা দেওয়ার অপরাধে অভিযুক্ত হবেন।
মানাতুঙ্গা স্বীকার করেছেন, তাদের নিজস্ব প্রধানকে খুঁজে পেতে ব্যর্থতা পুলিশ বাহিনীর উপর জনসাধারণের আস্থা নষ্ট করেছে। যদি তিনি দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেন তবে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০২৩ সালে একটি হোটেলে অবৈধ অভিযান চালানোর অনুমতি দেওয়ার অভিযোগের পর গত সপ্তাহে একজন বিচারক টেন্নাকুনকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৫ মাইল) দূরে দক্ষিণ উপকূলীয় রিসোর্ট শহর ওয়েলিগামার হোটেলে অবৈধ মাদক অনুসন্ধানের জন্য টেন্নাকুন কলম্বো থেকে একটি ইউনিটকে নির্দেশ দিয়েছিল।
গোপন অভিযান সম্পর্কে অবগত না থাকা স্থানীয় পুলিশ ইউনিটের মুখোমুখি হয়। যার ফলে বন্দুকযুদ্ধ শুরু হয় যেখানে একজন অফিসার নিহত হন এবং অন্য একজন গুরুতর আহত হন। কোনও মাদক পাওয়া যায়নি।
২০২৩ সালের নভেম্বরে বিতর্কিতভাবে টেন্নাকুনকে পুলিশ প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তার নিয়োগ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। যা গত জুলাইয়ে শুনানির ফলাফল না আসা পর্যন্ত তাকে স্থগিত করে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল