জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়া থেকে উত্তর সীমান্ত অতিক্রম করে জর্ডানে প্রবেশের সময় সশস্ত্র চোরাকারবারি গোষ্ঠীর সাথে জর্ডানের সীমান্ত বাহিনী সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে চারজন চোরাকারবারি নিহত হয়েছে। বাকিরা সিরিয়ার ভূখণ্ডে পালিয়ে যায়।
বিবৃতি অনুসারে, চোরাকারবারিরা প্রতিকূল আবহাওয়া এবং ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। জর্ডানের বাহিনী তাদের অনুপ্রবেশ রোধে পাল্টা ব্যবস্থা নেয়।
সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিপুল পরিমাণে মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত মাদকের পরিমাণ প্রকাশ করা হয়নি।
জানুয়ারিতে, জর্ডান এবং সিরিয়া তাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য অস্ত্র ও মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে একটি যৌথ নিরাপত্তা কমিটি গঠন করতে সম্মত হয়েছে।
পশ্চিমা মাদকবিরোধী কর্মকর্তারা বলেছেন যে ক্যাপ্ট্যাগন নামে পরিচিত আসক্তিকর, অ্যাম্ফিটামিন-ধরণের উদ্দীপক বছরের পর বছর ধরে সিরিয়ায় ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে এবং জর্ডান তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলিতে যাওয়ার একটি ট্রানজিট রুট।
জর্ডানের সেনাবাহিনী ২০২৩ সাল থেকে সিরিয়ায় বেশ কয়েকটি পূর্ব-উদ্দেশ্যমূলক বিমান হামলা চালিয়েছে। জর্ডানের কর্মকর্তারা বলছেন, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মিলিশিয়াদের পাশাপাশি মিলিশিয়াদের স্থাপনাগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল