গাজায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। যদিও ইসরায়েল এই সময়ে হামলা আরও তীব্র করছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রমজান ও পাসওভার পার হয়ে এপ্রিল পর্যন্ত সমঝোতার জন্য আলোচনার সময় বাড়াতে, একটি ‘সেতুবন্ধনমূলক পরিকল্পনা’ গঠন করা হয়েছে।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তারা গাজায় স্থল, নৌ ও বিমান হামলা আরও বাড়িয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের হাতে থাকা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি না দেবে এবং সম্পূর্ণ পরাজিত না হবে, ততক্ষণ সামরিক অভিযান চলবে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুসারে, ইসরায়েলের সর্বশেষ হামলায় এক দিনে ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে, গাজায় খাবারের সরবরাহ মাত্র ছয় দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
বন্দিমুক্তি ও যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা
একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, মিসর একটি বিকল্প প্রস্তাব দিয়েছে, যেখানে বাকি বন্দিদের মুক্তির জন্য একটি সময়সীমা নির্ধারণের পাশাপাশি ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি জানিয়েছে, তবে ইসরায়েল ও হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। একদিকে যুক্তরাষ্ট্র ও মিসর সমঝোতার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েলের অব্যাহত হামলা ও হামাসের প্রতিরোধ যুদ্ধ আরও জটিল পরিস্থিতি তৈরি করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল