জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হতে পারে আরাফাতের দিন।
বুধবার মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। তবে এই তারিখই আনুষ্ঠানিক নয়। ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।
এ দিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।
বিডি-প্রতিদিন/শআ