ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দেশ দু’টিকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বুধবার গভীর রাতে ভারতের শীর্ষ কূটনীতিক এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আলাদাভাবে ফোন করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, রুবিও ‘এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন’ এবং ‘দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে ভারতকে উৎসাহিত করেছেন।’
যুক্তরাষ্ট্রের এই আহ্বানের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হামলার ‘অপরাধী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছেন।
তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ইসলামাবাদ বলেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ আছে ভারত এখন একটি আসন্ন সামরিক হামলার পরিকল্পনা করছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, ‘যেকোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত