দীর্ঘমেয়াদি ইসরায়েলি অবরোধের মধ্যে গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এই অবরোধ এবং হামলা গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।
শনিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহ অঞ্চলে একটি অস্থায়ী তাবুতে আশ্রয় নেওয়া পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত ও আরও অনেকে আহত হন।
এর আগে শনিবার সকালে গাজা সিটির সাবরা এলাকায় একটি তাবুতে বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে তালিব পরিবারের পাঁচ সদস্য নিহত হন বলে জানায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
নিহতদের মধ্যে তিন শিশু, তাদের মা এবং সৎ বাবা ছিলেন বলে জানান নিহতদের এক স্বজন ও শিশুদের নানা ওমর আবু আল-কাস।
তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, "তাঁরা ঘুমিয়ে ছিলেন, কোনো সতর্কবার্তা ছাড়াই ইসরায়েলি বিমান থেকে বোমা হামলা চালানো হয়। তাঁরা কোনো অন্যায় করেননি।"
একইসাথে গাজা সিটির তুফাহ এলাকায় ড্রোন হামলায় ছয়জন এবং শেখ রাদওয়ান এলাকায় জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় আরও একজন নিহত হন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম