বিহারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কর্মসূচি ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার দ্বারভাঙায় রাহুলের কনভয় থামানোর চেষ্টা হয় বলে অভিযোগ করল কংগ্রেস। জেলা প্রশাসনের তরফে অবশ্য কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
দলিত ছাত্রছাত্রীদের নিয়ে ‘শিক্ষা ন্যায় সংবাদ’ কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেস। দ্বারভাঙার অম্বেদকর প্রেক্ষাগৃহে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বুধবার রাতে জেলা প্রাশসনের তরফে জানানো হয়, অম্বেদকর হলে কর্মসূচি করা যাবে না। কিছুটা দূরে টাউন হলে তা করা যেতে পারে।
বৃহস্পতিবার দ্বারভাঙায় পৌঁছে প্রথমেই অম্বেদকর হলের সামনে যায় রাহুলের কনভয়। কথা ছিল অম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে তিনি টাউন হলে যাবেন। কিন্তু অম্বেদকর হলে প্রবেশের মূল ফটক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের তরফে বলা হয়েছে, নিরাপত্তার কারণেই রাহুলকে সেখানে যেতে দেওয়া হয়নি। কারণ, মূল কর্মসূচি হচ্ছে টাউন হলে।
বেশ কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে বচসা চলার পরে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন রাহুল। হেঁটেই টাউন হলে ‘শিক্ষা ন্যায় সংবাদ’ কর্মসূচিতে যোগ দেন কেরালার ওয়েনাদের সংসদ সদস্য।
বিডি প্রতিদিন/নাজমুল