কাতার আগামী বছরগুলোতে দেশটির রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার উপসাগরীয় সফরের সময় ওই ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ট্রাম্প আরও বলেন, বুধবার স্বাক্ষরিত কাতারি প্রতিরক্ষা ক্রয়ের মূল্য ৪২ বিলিয়ন ডলার।
এর আগে, এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর মাধ্যমে ‘কমপক্ষে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক বিনিময় হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ২৪৩ দশমিক ৫ ডলারের অর্থনৈতিক চুক্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের বোয়িং বিমান কেনা, অস্ত্র সরবরাহ এবং প্রাকৃতিক গ্যাস ও কোয়ান্টাম প্রযুক্তি সম্পর্কিত চুক্তি।
এতে আরো বলা হয়েছে, আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের যৌথ বিনিয়োগ, বিমান প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কিত ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতাসহ ৩৮ বিলিয়ন ডলারেরও বেশি সম্ভাব্য বিনিয়োগের রূপরেখা তৈরির একটি ইচ্ছা পোষণ করে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে দুই দেশ।
বিডি-প্রতিদিন/শআ