পরমাণু অস্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতাই যথেষ্ট। এজন্য ভারতের স্ব-আরোপিত ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ কোনো প্রয়োজন নেই।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। এর আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত। এছাড়া পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাজনাথের এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মধ্য দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়।
বিবৃতিতে রাষ্ট্রদূত শাফকাত আরও বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য আইএইএ-র মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অজ্ঞতাও প্রকাশ করে। সূত্র: জিও নিউজ।
বিডি-প্রতিদিন/শআ