স্পেন সফরে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লন্ডনের প্রখ্যাত ব্যবসায়ী ও কোটিপতি পল জেরার্ড টাসটেইন (৬২)। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে তার মেয়ের চোখের সামনেই, যিনি তখন তার পেছনে আরেকটি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
ঘটনাটি ঘটে স্পেনের এনএ-১১১০ নামক একটি সড়কে। পুলিশ জানায়, টাসটেইন ভুল দিক দিয়ে সড়কে উঠে পড়েছিলেন, আর সেই সময়ই তার মোটরসাইকেলটি একটি সাদা ভ্যানে সরাসরি ধাক্কা খায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতের মেয়ে দেখতে পান তার বাবা ভুল দিকের রাস্তায় চলে যাচ্ছেন। তিনি হাত নেড়ে তাকে সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “তার মোটরসাইকেলটি একটি ভ্যানে মুখোমুখি ধাক্কা খায়। ময়নাতদন্তে জানা যাবে তিনি দুর্ঘটনার আগে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিনা, নাকি এটি ছিল বড় কোনো বিভ্রান্তির ফল।” তিনি আরও বলেন, “সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ভ্যানটির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।”
ঘটনাস্থল ছিল পাম্পলোনা শহর থেকে প্রায় ৩৫ মিনিটের পথ, যেটি ষাঁড় দৌড় উৎসবের জন্য বিখ্যাত। দুর্ঘটনার সময় পল ও তার মেয়ে লোগরোনো শহরের দিকে যাচ্ছিলেন।
টাসটেইনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ব্রিটেনের আর্থিক খাতসহ আন্তর্জাতিক ব্যবসায় শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান বুলিয়নভল্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
২০১৬ সালে বুলিয়নভল্টে সংরক্ষিত স্বর্ণের পরিমাণ ছিল ১.৩ বিলিয়ন ডলারের বেশি, যা সে সময় ব্রিটিশ ট্রেজারির মোট রিজার্ভের প্রায় ১১ শতাংশের সমান।
তিনি ছিলেন হুইস্কিইনভেস্টডিরেক্ট ডটকম নামের আরেকটি প্ল্যাটফর্মের মালিক, যেখানে ব্যারেলভর্তি স্কচ হুইস্কির পরিপক্কতায় বিনিয়োগের সুযোগ দেওয়া হতো।
অর্থ ও বিনিয়োগ খাতে প্রবেশের আগে টাসটেইন স্যাম সিস্টেমস নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা ব্যাংকিং ও স্টকব্রোকিংয়ের মিড ও ব্যাক অফিস কার্যক্রমে বিশেষায়িত ছিল।
এই সফল উদ্যোক্তা বেড়ে ওঠেন হান্টিংডন, ক্যামব্রিজশায়ারের কাছে হার্টফোর্ড নামক একটি গ্রামে। তার মা ছিলেন গৃহিণী এবং বাবা ছিলেন স্টকব্রোকার, যার প্রতিষ্ঠান ১৯৭০ দশকের মাঝামাঝি সময়ে শেয়ারবাজার ধসের পর বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর রাতেই পাওয়া গেলেও শুক্রবার সকালে নিশ্চিতভাবে জানানো হয় যে নিহত ব্যক্তি ছিলেন পল টাসটেইন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও একটি মেডিক্যাল হেলিকপ্টার। তবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, “বিকেলের দিকে আমাদের ডাকা হয় একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায়। ঘটনাটি ঘটে এনএ-১১১০ সড়কে। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান, তবে ভ্যানের যাত্রীরা অক্ষত ছিলেন।”
বিডি প্রতিদিন/আশিক