ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী-যৌথবাহিনী সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। বুধবার পুরুলিয়া সীমানার অদূরে গোমিয়া থানা এলাকার বীরহোদেরডেরা জঙ্গলে বন্দুকযুদ্ধে এক মাওবাদী কমান্ডার এবং এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বন্দুকযুদ্ধের মাঝে পড়ে নিহত হয়েছেন এক সাধারণ গ্রামবাসীও। ঝাড়খণ্ড পুলিশের ডিজি অনুরাগ গুপ্ত জানিয়েছেন, নিহত মাওবাদী কমান্ডারের নাম কুনওয়ার মাঝিঁ। তাঁর মাথার দাম ছিল পাঁচ লক্ষ রুপি। তিনি বলেন, নিহত সিআরপিএফ জওয়ানের নাম পরনেশ্বর কোচ, যিনি আসামের কোকরাঝাড়ের বাসিন্দা।
সিআরপিএফ-এর জঙ্গলযুদ্ধে প্রশিক্ষিত ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজ়োলিউট অ্যাকশন’ (কোবরা) এবং ঝাড়খণ্ড পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ বুধবারের অভিযানে যোগ দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল