পাকিস্তানের বালুচিস্তানের কালাত জেলায় একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ঘটনাটি ঘটে কালাত জেলার নেমারঘ ক্রস এলাকায়। করাচি থেকে কোয়েটা অভিমুখে যাত্রা করছিল বাসটি।
পুলিশ জানায়, পার্বত্য অঞ্চলের উপরে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীরা বাসটি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরবর্তীতে বাসে হাতবোমা নিক্ষেপ করে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাধারণত এ ধরনের কোচে ৪০-৫০ জন যাত্রী থাকে।
বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইন-শৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল। আহতদের কালাত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তাটি উভয় দিক থেকে বন্ধ করে আক্রমণ চালায়। তারা এখনও পলাতক, নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ফিতনা আল হিন্দুস্তান-এর কাজ বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, নিরীহ জনগণের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা কোনোভাবেই রেহাই পাবে না। তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।
এর আগেও একই সপ্তাহে বালুচিস্তানের ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-ডাকাই এলাকায় দুটি কোচ থামিয়ে ৯ জন যাত্রীকে অপহরণ করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার দায়ও ভারতের ওপর দায় চাপায় পাকিস্তান।
সূত্র: জিও টিভি
বিডি প্রতিদিন/নাজমুল