বলিউড সিনেমাতেও ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিনেতা অক্ষয় কুমার, অনন্যা পান্ডে, আর মাধবন, ভিকি কৌশল, রেজিনা ক্যাসান্ড্রা, মার্ক বেনিংটন অভিনীত হিন্দি ছবি 'কেশরী চ্যাপ্টার-২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ' এর নাম না করেই মমতার বক্তব্য, ভারতের অন্যতম বিপ্লবী 'ক্ষুদিরাম বসু'কে 'ক্ষুদিরাম সিং' হিসেবে উল্লেখ করা হয়েছে।'
১১ আগস্ট, সোমবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এই মহান বিপ্লবীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন 'সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা?'
মমতা লেখেন 'আমাদের মেদিনীপুর জেলার অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!'
তার অভিমত 'আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি করেছি। এছাড়া মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম - সবই করা হয়েছে। একটি মুক্তমঞ্চও করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ, ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে। পুরো এলাকাটাকে আলো দিয়ে সাজানোও হয়েছে। শুধু তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও আমরা ওনার নামে রেখেছি। আমরা গর্বিত।'
১৯০৮ সালের ১১ আগস্ট শহিদ হন বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসু। মোজাফফরপুর বোমা হামলার ঘটনায় অভিযুক্ত ক্ষুদিরাম মাত্র ১৮ বছর বয়সে হাসিমুখে ফাঁসিকাঠে নিজের মৃত্যুকে বরণ করে নেন।
ছবিতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম বদলে হয়ে যায় ক্ষুদিরাম সিং। এখানেই শেষ নয় বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে বীরেন্দ্র কুমার। এই তথ্য সামনে আসতেই একাধিক এফআইআর দায়ের করা হয়। 'বাঙালি'দের অপমানের জন্য সম্প্রতি পথে নেমেছিল 'বাংলা পক্ষ' নামে একটি সংগঠন। এবার ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে সরব হলেন মুখ্যমন্ত্রীও।
বিডি প্রতিদিন/নাজমুল