যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ নিজেদের জন্য বিদেশি, বিশেষ করে রাশিয়ার গুপ্তচরদের আকৃষ্ট করতে গোপন ওয়েব পোর্টাল চালু করেছে। একটি সুরক্ষিত বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম রয়েছে এই ওয়েব পোর্টালে। এটির মাধ্যমে গোয়েন্দা সংস্থাটির জন্য বিদেশি গুপ্তচর নিয়োগ ও তথ্য সংগ্রহ সহজ করবে তাদের কাছ থেকে।
ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্ট কুরিয়ার’। পোর্টালটি রয়েছে ‘ডার্ক ওয়েবে’ বা গোপন ওয়েবসাইটের জগতে। তাই এটিতে সাধারণভাবে প্রবেশ করা যাবে না। পোর্টালটিতে প্রবেশের নিয়মকানুন নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এমআই–৬।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিকিউর মেসেজিং প্ল্যাটফর্ম সাইলেন্ট কুরিয়ার দেশের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে এবং গোয়েন্দা সংস্থার জন্য নতুন এজেন্ট খুঁজে বের করা সহজ করবে। যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে রাশিয়ায় সম্ভাব্য এজেন্টদের লক্ষ্য করবে।
রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশের চরদের লক্ষ্য করে বানানো পোর্টালটি শুক্রবার উদ্বোধন করেন এমআই–৬–এর বিদায়ী প্রধান স্যার রিচার্ড মুর। সংস্থাটির প্রধান হিসেবে জনসমক্ষে দেওয়া নিজের শেষ ভাষণে তিনি সম্ভাব্য গুপ্তচরদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন ইউটিউবের ওই ভিডিও দেখে পোর্টালটিতে প্রবেশ করেন পরিচয় গোপন রেখে।
বিডি প্রতিদিন/এএম