সৌদি আরবকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একইসঙ্গে তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সঙ্গে সৌদির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
শনিবার লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর বৈরুতে এক সংবাদ সম্মেলনে আলী লারিজানি বলেন, “আমি সৌদি আরবের সঙ্গে সংলাপে জড়িত হওয়ার জন্য হিজবুল্লাহর উদ্যোগের প্রশংসা করছি, কারণ সৌদি আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশ।”
হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ এবং শীর্ষ গোষ্ঠী নেতা হাশেম সাফিদ্দীনকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এদিন ভোরে লেবাননের রাজধানীতে পৌঁছান লারিজানি। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত হন নাসরাল্লাহ এবং অক্টোবরে নিহত হন সাফিদ্দীন।
লেবাননের সক্ষমতার বিষয়ে ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, “লেবানন ভৌগোলিকভাবে ছোট, কিন্তু ইসরায়েলের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্র।”
ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আজ সহযোগিতার দিন, কারণ আমরা এক শত্রুর (ইসরায়েল) মুখোমুখি হচ্ছি এবং এ বিষয়ে নাইম কাসেমের অবস্থান সম্পূর্ণ সঠিক।”
লারিজানি হিজবুল্লাহকে ‘লেবাননের জনগণের জন্য একটি শক্ত ঘাঁটি’ হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, “লেবাননের জনগণকে সমর্থন করার প্রেক্ষাপটে যেকোনও রাজনৈতিক উন্নয়নকে আমরা স্বাগত জানাই।” এ সময় ইরানে ইসরায়েল আক্রমণ করলে তীব্র প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈরুতে লারিজানির সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন, “লেবানন-ইরান সম্পর্ক একে অপরের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে গড়ে তোলা উচিত।” সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/একেএ