বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ভোট

প্রথম দফায় রেকর্ড ভোটদান পর্বের পর জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফার বিধানসভা নির্বাচনে গতকাল দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডে ভোট নেওয়া হয়েছে। কাশ্মীরে দুটি ও জম্মুর তিনটি জেলা মিলিয়ে ১৮টি আসনে ভোট হয়েছে। ছত্তিশগড়ে মোট ২০ আসনে ভোট নেওয়া হয়। জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফায় ১৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকারের মন্ত্রী সাকিনা ইট্টো। বিশেষ নজর থাকছে উত্তর কাশ্মীরের কুপওয়ারার দিকে। বিচ্ছিন্নতাবাদী থেকে রাজনীতিক হয়ে ওঠা সাজাদ গনি লোন এই আসন থেকে প্রথমবারের মতো বিধানসভা ভোটে লড়ছেন। তৃতীয়বারের জন্য দেবসর বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে রয়েছেন ডেপুটি স্পিকার তথা পিডিপি নেতা সরতাজ মদনি। এনডিটিভি

সর্বশেষ খবর