আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে বিকল্প ধারা বাংলাদেশ। গতকাল রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেন বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী। রাত সোয়া ৯টা থেকে টানা দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে এসে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক বি. চৌধুরী অসুস্থ হলে খালেদা জিয়া তার বারিধারার বাসায় দেখতে যান। বিকল্পধারা গঠনের দীর্ঘদিন পর এই প্রথম খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসলেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী। বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিকল্পধারা মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা মনে করি, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। তারা খালেদা জিয়াকে অনুরোধ করেছেন আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য। এ প্রস্তাবের বিষয়ে খালেদা জিয়া কী বলেছেন? তা জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সংলাপের প্রস্তাব দেবেন। ইতোমধ্যেই রাজবাড়ীর জনসভায় সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন।
পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দুই দলই একমত হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তুলতে ভবিষ্যতে এ দুই দল একসঙ্গে কাজ করবে। সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়া সরকারকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। আমরা অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন চাই। এ সরকার যে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এ ব্যাপারে আমরা দুই দল একমত হয়েছি।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক
সরকারকে আলোচনার প্রস্তাব দিন : বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর