বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পকে নিয়ে উপহাস করলেন হকিংও

ট্রাম্পকে নিয়ে উপহাস করলেন হকিংও

আসন্ন মার্কিন নির্বাচনী দৌড়ে আসার পর থেকেই নানা আলোচনা আর সমালোচনার জন্য সব সময়ই গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের এই প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে-বিপক্ষে এ পর্যন্ত অনেকেই অনেক মন্তব্য করেছেন। তাকে নিয়ে উপহাস করলেন খোদ বর্তমান বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। ট্রাম্পকে ‘বাকপটু’ উল্লেখ করে তার জনপ্রিয়তা প্রসঙ্গে হকিং বলেন, ‘তার জনপ্রিয়তার কারণ আমার বুঝে আসে না।’ মার্কিন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেতে যাওয়া সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের বিষয়ে নিজের অবজ্ঞাটাও গোপন রাখেননি তত্ত্বীয় পদার্থবিদ্যার এই দিকপাল। এর আগে ট্রাম্পের বুদ্ধিমত্তা নিয়েও উপহাস করেছিলেন হকিং। ব্রিটিশ টেলিভিশন আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প সম্পর্কে এসব কথা বলেন হকিং। ট্রাম্পের জনপ্রিয়তা কীভাবে ব্যাখ্যা করবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার জনপ্রিয়তা ব্যাখ্যা করতে পারি না। সে একজন বাকপটু। মনে হয়, তার সাধারণ জ্ঞান একেবারে নিচু পর্যায়ে আছে।’ যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকা প্রসঙ্গেও কথা বলেন হকিং। ইইউতে থাকার পক্ষে ব্রিটিশ ভোটারদের ভোট  দেওয়ার আহ্বান জানান তিনি। বিজ্ঞান, অর্থনীতি এবং নিরাপত্তার স্বার্থেই এটা দরকার বলে মনে করেন তিনি।  এএফপি।

সর্বশেষ খবর