বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে মন্ত্রিপরিষদের বৈঠক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হওয়া নিয়ে গণভোট হয় ব্রিটেনে। সেই ভোটে ব্রিটিশরা জানিয়ে দেয় তারা ইউরোপীয় ইউনিয়নে থাকতে রাজি নন। সেই রায়ের পর পদত্যগ করেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন। এ অবস্থায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইইউ বিরোধী নেত্রী তেরেসা মে। এরপর ছুটি কাটাতে দেশের বাইরে যান তেরেসা মে। দীর্ঘ ছুটি কাটিয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী তেরেসা মে দেশে ফিরেছেন। ফিরেই তিনি ইইউ থেকে কীভাবে ব্রিটেন বেরিয়ে যাবে তা নিয়ে কাজ শুরু করেছেন। গতকাল তিনি মন্ত্রীদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেন। তেরেসা মে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হচ্ছে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। সেখানে ব্রেক্সিট নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হয়। ইইউ থেকে বেরিয়ে এলে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক কেমন হবে এসব নিয়েও আলোচনা হয়। এএফপি।

সর্বশেষ খবর