শিরোনাম
শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতের পানি পাকিস্তানকে দেওয়া হবে না : মোদি

ভারতের পানি পাকিস্তানকে দেওয়া হবে না : মোদি

ভারতের অন্তর্ভুক্ত নদীগুলোর পানি চিরবৈরী পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া হবে না বলে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবর্তে এ পানি তার দেশের কৃষকদের সরবরাহ করা হবে বলে জানান তিনি। পাঞ্জাবের বাথিন্দায় গতকাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন মোদি। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় বেয়াস, রবি, সুতলেজ, সিন্ধু, চেনাব ও ঝিলুম এ ছটি নদীর পানি দেশ দুটির মধ্যে ভাগাভাগি করার কথা বলা হয়েছে। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গ টেনেই পাকিস্তানকে পানি না দেওয়ার এ হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, ‘আমাদের কৃষকরা তাদের জমির জন্য অবশ্যই পর্যাপ্ত পানি পেতে হবে।  ভারতের অধীন পানি পাকিস্তানে যেতে দেওয়া হবে না। ভারতের কৃষকদের পর্যাপ্ত পানি সরবরাহের জন্য সরকার সবকিছু করবে।’ ভারতের পাঞ্জাব ও অন্যান্য রাজ্যের কৃষকদের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে সিন্ধু পানি চুক্তি বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও মোদি জানান। ইন্ডিয়ান এক্সপ্রেস।

সর্বশেষ খবর