সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ইতিমধ্যে অকার্যকর করে দিয়েছে দেশটির আপিল আদালত। এর ফলে বিচারব্যবস্থার কাছে ট্রাম্পের বড় ধরনের পরাজয় হয়েছে বলে বিশ্লেষকদের মত। তবে এ-সংক্রান্ত নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন ট্রাম্প। সোম বা মঙ্গলবারের মধ্যে তা জারি হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। শুক্রবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে এ আভাস দেন তিনি। নিম্ন আদালত কর্তৃক ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দেওয়ার রায় আপিল আদালতও বহাল রাখে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভেবেছিল। কিন্তু এই মুহূর্তে তা না করে এখন নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির কথাই ভাবছেন তারা। হোয়াইট হাউসও আলাদা এক বিবৃতিতে জানায়, ‘আমরা সক্রিয়ভাবেই পুরনো আদেশে পরিবর্তন অথবা নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছি, যেটি আমাদের দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখবে।’ ‘অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি আমরা সুপ্রিম কোর্টে না নিয়ে বিচারব্যবস্থায় আর কী কী বিকল্প রয়েছে তাও খতিয়ে দেখছি।’ এ লড়াইয়ে চূড়ান্তভাবে জয়লাভ করবেন বলেও বাগাড়ম্বর করেন ট্রাম্প। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। বিবিসি।
শিরোনাম
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
- এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা
নতুন নির্বাহী আদেশের কথা ভাবছেন ট্রাম্প
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর